মনের গাছে যে ফুল ফোটে নামটি যে তার একা
হাজার ভিড়েও আমার সাথে হয়ে যায় তার দেখা
সে আমাকে আমার সামনে আমাকে বসায় রোজ
তার সাথে আমি দুই বেলা করি বিষন্নতার ভোজ।


আট বাই নয় কুঠুরীতেও দাঁড়িয়ে টেবিল চেয়ার
জানলা দরজাও গিলতে আসে সীমাহীন অন্ধকার
সহায় সম্বল ফেলে যায় অবহেলার নির্জন বাহানা
আমার একা তাকেই বলে সক্ষম বাঁচার খাজানা।


যত অবসাদ মুচকি হাসে একা হয়ে আসে অবসন্ন
শরীরের যত সক্ষমতা বেড়ে খেতে চায় পরান্ন,
মাথার মধ্যে নাই নাই চক্র খুঁজে ফেরে পৃথিবী শূন্য
আমার সেই একলা জমিন ছাড়বে না কোন কারুণ্য।