ভীষণ গরম আর পারি না
আসুক জোরে বৃষ্টি
চারিদিকে বইছে হল্কা
এ কি অনাসৃষ্টি।


সব প্রাণীকুল অতিষ্ঠ আজ
কষ্ট গর্মি ঘামে
ধূ ধূ করা মাঠে ঘাটে
বৃষ্টি যেন নামে।


এরই মাঝে আম ও কাঁঠাল
খুব ধরেছে গাছে
তরমুজ জামরুল আরো কত
বাজার ছেয়ে আছে।


বেল ও লিচু গন্ধ ছড়ায়
আনারসের সাথে
বদলাতে স্বাদ পেয়ারা খাই
স্বস্তি পাই যে তাতে।


গ্রীষ্মকালের


কালবৈশাখী বৃষ্টি আসুক
ভিজুক গাছের সারি।