এক পাল গরু যাচ্ছে মাঠে
খেলছে জলে হাঁস
খুঁটছে খাবার মুরগী মোরগ
তাকিয়ে আশপাশ।


মাচায় ফলে সিম ও ঝিঙে
কুঁড়ে ঘরের চাল
তালের সারি ডিঙি বাঁধা
বইছে ছোট্ট খাল।


ধানের জমি মেঠো আলপথ
পদ্ম শালুক ফুল
কলাপাতা সবুজ ঘাস
গাছে টোপা কুল।


ছাগল ছানা খড়ের গাদা
উঠছে পাখির ডাক
আলো ছায়া গাছে ঘেরা
পথ নিয়েছে বাঁক।


এমন শোভা পল্লী স্মৃতি
বেড়াই খুঁজে খুব
ইঁট পাথরের শহরে আজ  
স্বপ্ন দিচ্ছে ডুব।