ভুল বলো আর ঠিক বলো
শুধু ইংলিশ বলো ইংলিশ
সবাই এখানে বুঝে যাবে
তুমি পণ্ডিত জ্ঞানী জগদীশ,
অফ দ্য ইন দ্য আগে পিছে
লাগিয়ে বলবে জানা ইংলিশ
ইয়া ইয়া ওকে থ্যাংক উ-তে
তোমার কথাটি কর ফিনিশ ;
তর্জমাতে যে যেমন বুঝুক
তুমি পন্ডিত ইণ্টেলেকচুয়েল
এ বঙ্গে তোমার কত সম্মান
আমরা টোটালি স্পয়েল ;
বাংলাকে তুমি সমাধি দিলেও
আমরা তো বাঁচি বাংলা বলে
জগাখিচুড়ি এই ইংরেজীতে
ভাষার বারোটা বাজিয়ে দিলে ।
ভুল বিকৃতি বাংলায়ও দেখি
মিশিয়ে স্টাইল হয় বাংলিশ
জ্ঞানের গভীরতা না থাকলেও
তবুও পণ্ডিত জ্ঞানী জগদীশ ।