চাও বা না চাও ভেতরে তোমার নাড়া দেবে বসন্ত
গোলাপ বাগে হারিয়ে যাওয়া গাঁথবে মালা দিগন্ত
রক্ত পলাশ রাঙিয়ে দিয়ে বইবে মলয় প্রাণে প্রাণে
ক্ষণিক তোমায় বাসতে ভালো গাইতে হবে পরাণে।


দাও বা না দাও হাতে তোমার বাড়িয়ে দেওয়া ফুল
গন্ধ মধুর ছড়িয়ে দিয়ে সে যে করবে হৃদয় আকুল
দ্রিমি দ্রিমি উঠবে বেজে আপন মনের মন খেয়ালে
হারিয়ে তোমায় যেতে হবে ভালোবাসার শাল পিয়ালে।


নাও বা না নাও এই ধরণীর কিছু ক্ষুদ্র ধুলিকণা
তোমার জীবন রাঙিয়ে দিতে করবে আনাগোনা
ভাসিয়ে দেবে ফাগুন হাওয়া মিলন তিথির অঙ্গে
ভালো তোমায় বাসতেই হবে শুধু তারই সঙ্গে
শুধু তারই সঙ্গে।