শীতের ছোঁয়া রেখে দিয়ে বসন্ত বিলাপ
কৃষ্ণচূড়া গোলাপ রাঙা, করছে অপলাপ।
জড়িয়ে ধরা শরীর জুড়ে মনের টানটান
মিলনতৃষা চাইছে কেবল তোমার গুনগান।


সেই আদিকাল এখন এ যুগ সবই আমরা
ওই মিশেছে রঙমোহনা ভাঙছে প্রহরা,
উতাল মলয় বলছে কথা লিখছে নান্দনিক
নয় তো মোটেই দূরে দেখা শুধুই কাল্পনিক।


এই হয়েছে বেশ হয়েছে সুখেই সুখসারি
নীড়ে ফেরা মধুর মোহ গাইছে সঞ্চারি,
কপোত ছন্দ কপোতীরে হৃদয় গঞ্জনায়
আগুনঝরা ফাগুন আজ মিলছে মোহনায়।