শিক্ষক স্কুলে পড়াবে শিক্ষা দেবে
ডাক্তার হাসপাতালে রোগী দেখবে ওষুধ দেবে
পুলিশ নিরাপত্তা দেবে সবাই নিশ্চিন্তে থাকবে
প্রশাসন দেশ চালাবে জনগণ তাতে হাত লাগাবে;


তবু কেন ছাত্রছাত্রীদের কোচিং ক্লাসে যেতে হয়
রোগীকে নার্সিংহোমে ধর্ণা দিতে হয়
থানায় ঘুরতে হয় কোর্টে চক্কর কাটতে হয়
দেশের মধ্যে গড়ে ওঠে হাজার হাজার হাজারপন্থী দল?


উত্তর খুঁজতে খুঁজতে হারিয়ে গেছে অনেকে
তৈরি হয়েছে আরও অনেক প্রশ্নের সার্টিফিকেট;
কিন্তু উত্তর?
অধরা আজও।


ওদিকে প্রতি পাঁচ বছরে চলে গেছে, আছে
আবার আসবে আবার আসছে
আমাদের মজবুত সরকার।


আমরা জনগন ফাঁকির ফাঁদে,
মজবুত কর্মঠ জীবনের কথা
বার বার ভাবছি?