ধর্ম কোনদিন কাওকে ফেরায় নি দেখিয়ে দিয়েছে পথ
সেই পথে মানুষ বিন্দাস বেঁচেছে চালিয়েছে ধর্মের রথ
সেই রথে আছে জীবন ভাবনা আছে মনুষ্য আলোচনা
যাত্রা শুরুর সেইসব দিনে কি ছিল সেই অসীম সূচনা?
সেই সূচনার সৃষ্টি রহস্যে মানুষ এনেছে ধর্মের আরাধনা
কুসংস্কারের গন্ডি কেটে মানুষ করেছে মানুষকে বঞ্চনা।


বঞ্চনার ইতিহাসে বিজ্ঞান কিংবা ধর্মের নেই তো লড়াই
বিজ্ঞান অথবা ধর্ম কেউ কাওকে দেয় নি কখনো দোহাই
তবু অস্তিত্বের লড়াইয়ে মানুষই করেছে ধর্মকে বিকৃতি
বাঁচার জন্য এই দুই ভাবনাকে মানুষই দিয়েছে স্বীকৃতি।
ধর্মবিহীন মানুষই বা ক'জন? ক'জন ভেবেছে বিজ্ঞান?
মানুষের কিছু নিজস্বতা আছে তাতেও তো সে বলিয়ান।