সবাই মিলে বিকেল বেলা
খেলছে বেশ ডাংগুলি
গোল্লাছুটে দৌড়ে বেড়ায়
নিয়ে কাঁচের গুলি।


কেউ বা খেলে গুলতি লাটিম
ভোঁ ভোঁ কানামাছি
স্পাইস স্পাইস খেলা খেলে
আসছে কাছাকাছি।


মাঠের মাঝে কাদা মেখে
খেলছে যে ফুটবল
ব্রতচারীর পাঠ শিখেছে
গাইছে চল রে চল।


এসব কিছু আর দেখি না
কোথায় হারিয়ে গেল,
শৈশব যেন যন্ত্র মানব
পুতুল খুঁজে পেল।


বইয়ের ভার আর মোবাইল
টিউশন দুইবেলা
এসব ছেড়ে শিশুর মনে
করুক আকাশ খেলা।