গোলাপ হয়ে দাঁড়িয়ে থাকা
অত সহজ না
কেলোর কীর্তি বাগান মোড়া
ভেতর সাধনা
তুমি বললে লুকানো ছুপানো
এই তো শরীর রাঙা
আমিও যে আজ কদম গাছে
রাধা আমার সাঙ্গা
বিপরীতের বাতাস যেই
বইছে মলয় ছুঁড়ি
কেষ্ট ঠাকুর হাজির হয়ে
লিখছে পলাশ কুঁড়ি
আহা! মহীর বুকে ঝিলিক
নদের ঘাটে চাঁদ
আজ পড়শীর পুকুর ঘাট
আঁকছে মরণ ফাঁদ
বাঁকা ভ্রুর হারিয়ে যাওয়া
আরও যে কিছুক্ষণ
এক ঝিলিকের থমকে হাসি
জ্বালায় সর্বক্ষণ
না পরোয়ার রহস্য সুখ
প্রেমের শরীর মোড়া
তোমার জন্য আমি গোলাপ
ফুটছে আগাগোড়া।