খুব গরমে অতিষ্ঠ প্রাণ
একটু ঠান্ডা চাই
আকাশ মাটি উঠছে তেঁতে
স্বস্তি কোথা পাই।


গর্মি ঘামে আইঠাই করি
তোমার দিকে চাই
কেবলা ভেবে উঠছে রেগে
অনুরাগের ঠাঁই।


বইছে হল্কা তোমার ছেঁকা
ও চোখের হাঁসফাঁস
প্রখর রোদে পুড়ছে বাতাস
বলছে ভালোবাস।


আকাশে মেঘ পুকুরে জল
ঠান্ডা হাওয়া নাই
তবু তোমার চাউনি চোখে
জোৎস্না আলো পাই।


ধূ ধূ করা হৃদয়পুরে
আগুন ঝরা দিন
তপ্ত হয়ে উঠছে তোমার
বাঁকা ভ্রূরুর ঋণ।