গ্রামের রাস্তা বড়ই সুন্দর
আছে গাছের ছায়া
এঁকে বেঁকে চলে গেছে
সবুজ রঙের মায়া।


ছোটো ছোটো ঘাসের ফুলে
প্রজাপতি ওড়ে
কাদা মাটি শুকনো পাতা
পায়ে পায়ে ঘোরে।


মাঠে ফলে নানান ফসল
পাশে তালের সারি
পুকুর ঘাটে পদ্ম শালুক
ছোটো কুঁড়ে বাড়ি।


এ পাড়া আর ও পাড়াতে
পথ এগিয়ে চলে
ঝিঙে লতার মাচায় বসে
ফিঙে কথা বলে।


মানুষেরা আসতে যেতে
থাকে হাসি মুখে
ফুলে ফলে দেশকে বাঁচায়
থাকে পরম সুখে ।