হাঁটো মা হাঁটো
না হলে থেমে যাবে পৃথিবীর চলা,
ঘুমিয়ে পড়ছে শিশু
ও শুয়ে থাক তোমার কোলে
না হলে ব্যাগের উপরে
তোমার জন্য নাই কোন গাড়ি ঘোড়া নাই যানবাহন
তুমি হাঁটো মা হাঁটো
না হলে তোমার সঙ্গ ছেড়ে যাবে পৃথিবীর বন্ধন।


হাঁটো মা হাঁটো
তোমাকে পৌঁছতে হবে পাঁচশ হাজার মাইল দূরে
তোমার বাড়ি
না হলে তোমার শিশু থাকবে না দুধে ভাতে
পাবে না এ পৃথিবীর ঘরে ফেরার স্বাদ,
পেটে খিদে তৃষ্ণার জল নেই
কংক্রিটের রাস্তায় একটুও ছায়া নেই
পায়ে পড়ছে ফোস্কা টান ধরছে পেশীতে
তবু তুমি হাঁটো মা হাঁটো
না হলে জীবনের জয়গান আর ধ্বনিত হবে না।


হাঁটো মা হাঁটো
তোমার জন্য ইট পাতা পুকুর ঘাট
লাউ মাচা ছাই গাদা মাটির উনুন ত্রিপলঘেরা গোয়ালঘর
ধান খেত আল বাঁশপাতা খড়ের চাল
একটা দুটো হাঁস পাড়া বেড়ানো মুরগী
নেড়ি কুকুর কচুর বন কলমী শাক
সবাই অপেক্ষা করে বসে আছে
কবে আসবে এক বুক হাত পা ছড়ানো নিশ্বাস
তাই হাঁটো মা হাঁটো
না হলে এ যন্ত্রণা থেকে
পৃথিবীর এ কঠিন অসুখ থেকে আমাদের মুক্তি নেই।


হাঁটো মা হাঁটো
এ সভ্যতার বুকে তোমার এ পদচিহ্ন করুক পদাঘাত
চেতনার উন্মেষ ঘটাক এ নিরেট পাথরের দেশে
যে ইট কাঠ পাথরের দেশ নির্মাণে তুমি
রাজ্যে রাজ্যে শহরে শহরে বাবুদের আলিশানে
মজদূর হয়ে পরিযায়ী হয়ে পেটের জন্যে
ঘুরে বেড়িয়েছো
সেই দেশের নির্মম নিষ্ঠুর নৃশংস পথে
হাঁটো মা হাঁটো
না হলে মানুষ মানুষকে চিনবে না
কেঁদে উঠবে না মানবতার কোন শ্লোগান।


হাঁটো মা হাঁটো
এ মহামারী চলে যাবে রেখে যাবে নতুন পৃথিবী
তুমি হাঁটবে আগামীর হাত ধরে
এমনি করে সদর্পে
রাষ্ট্রের নির্লজ্জ শাসন ত্রাশন উলট পালট করে
লজ্জা অপমান অন্যায় অবিচারের যোগ্য জবাব দিতে
বীর পুঙ্গবদের আবার একবার আয়নার সামনে দাঁড় করিয়ে
ফুল ফোটানোর অঙ্গীকার নিয়ে
তুমি হাঁটো মা হাঁটো।
হাঁটো মা হাঁটো
আরও জোরে আরও জোরে
হাঁটো মা হাঁটো
হাঁটো মা হাঁটো।