শরৎকালের পরেই আসে
হেমন্তকাল ধীরে
হাল্কা শীতের আমেজ নিয়ে
সাজায় প্রকৃতিরে।


সোনা রঙের ঢেউ খেলে যায়
পাকা ধানের মাঠে
ছোট্ট খুকি পদ্ম শালুক
তোলে পুকুর ঘাটে।


শিশির ঝরে ঘাসের আগায়
মেখে ভোরের আলো
শিউলি সাদা আর গন্ধরাজ
ছড়ায় শুধু ভালো।


বাতাস কাঁপায় সবুজ পাতা
হলুদ দিনের বেলা
হেমন্তকে ডাক দিয়ে যায়
শীত আদরের খেলা।