আয় রে ভোলা আয় রে মিনু
দোল এসেছে দোল
চারিদিকে রঙ বাহারে
নে ভরিয়ে তোল।
রঙে রঙিন আবির গুলাল
খুব মাখাবো আজ
হাসি খুশি মন রাঙানো
সাজবো রঙিন সাজ।
পিচকারিতে রঙ ছড়াবো
গাইবো দোলের গান
সবাই মিলে হুল্লোড়ে আজ
দেবো হোলির তান।
ঐ লুকিয়ে মুন্নি একা
চল লাগাবো রঙ
হোলির দিনে চলবে নাকো
কোনো রকম ঢঙ।