যতই অমানবিকতায় ঢেকে যাক চলার পথ,
যে কোনভাবে শুধু আমাকেই হতে হবে সৎ?


ঘুষ নেওয়া তোলাবাজি কমিশন সবই থাকবে
নেশা তার প্রসরা সাজিয়ে রাস্তায় দিব্যি বসবে,
নোংরা আবর্জনা চারিদিকে খুব হুল্লোড় করবে
ত্রাণ অনুদান যোজনা ও ভাগাভাগি খুব লড়বে,
সব কিছুতেই আমার দৃষ্টি যেন সর্বদা হয় সৎ
আমাকেই করে নিতে হবে মানবিকতার পথ?


ঘুষ আটকে দিতে পারে আমার অনেক কাজ,
তোলা ভেঙে দিতে পারে আমার গড়া সমাজ,
কমিশন ছাড়া আমার নামে আসবে না অনুদান
ভাগাভাগি করে আমিও পেতে পারি কোন ত্রাণ।
তবু রুগ্ন গৃহহীন মৃতপ্রায় লাইনে আমি হব সৎ
এই দেশে যতই তৈরি হোক অদৃষ্টগামী পথ?


বাহ বাপু বাহ! শুধু আমাকেই হতে হবে সৎ?
তাই হোক! আমি একাই চলব মানবিক পথ।
আমি শেষ হয়ে গেলে আমার আর থাকবে কি?
দেখি তবু পথের মাঝে কোন পথ সৎ আছে কি?