কোন সময় কখনই হয় না তো অসময়
তোমার ইচ্ছেতে সময় হবে না মধুময়?
সময়ের গাঢ় আঁধারে তোমার দিনরাত
তোমার আলোয় ভাসে রাজদূত সম্রাট।


আলো আঁধার সে তো যে যার দৃষ্টিতে
প্রকৃতি থাকে স্বাভাবিক অকাল বৃষ্টিতে,
আঙুল তুললেই এক দিকে পড়ে ছায়া
দিক বদলে বলে, কেমন আছো ভায়া?
উত্তরের অপেক্ষাতেই বয়ে যায় সময়
হাত ধরা শিখে নিলে সুন্দর মনে হয়।


নিজের রচনা করা এ সময়ের বুমেরাং
সামনে এসে দাঁড়ায় সেই সময় সুতরাং,
মেনে নাও মেনে নাও এই তো সুসময়
তাই কোন সময় কখনই হয় না অসময়।