কাঁখে কলসি কাঁধে গামছা পুকুরঘাটে স্নান
বাঁশী শুনে এমনি করে রাধা কি আর যান?


এখন কৃষ্ণ রাধার জন্য ছাদ টপকে পাঁচিলে
চোখে চোখে দেখা আর কথা মোবাইলে।


যক্ষ খবর পাঠায় আজ মেঘের চেয়েও দ্রুত
প্রেম বিরহের ভাবনা একই, সৃষ্টি  অবিরত।


                  --------


ফুল ফুটেছে গোলাপ আজ বসন্ত মরসুম
গাইছে বাউল গান আজ যৌবনেরই ধুম


উদাস আমার মন, খুঁজছে কোনো আপন
প্রেম এলো প্রেম এলো ধন্য আমার জীবন ।।


                ----------


তোমার সাথে খিটিমিটি
                   দেখা হলেই বিতর্ক
আমার প্রেমের রুনুঝুনু
                   চলছে জীবন সতর্ক।
মতের মিল হয় নি বলে
                   প্রেমের পথে বাধা
মানিয়ে নেওয়া প্রেমের ভাষায়
                  তুমিই আমার রাধা ।।