মানুক বা নাই মানুক সবাই ডাকে তার ইষ্টকে
সবাই পেরিয়ে যেতে চায় তার নিজের কষ্টকে,
সবাই চায় তার অদৃষ্ট শুভ যেন হয় সব সময়
ইষ্টকে তাই প্রতি মুহূর্তে স্মরণ করে চায় অভয়।


হতে পারে ভগবান আল্লা গড কিংবা কোন শক্তি
কাওকে না কাওকে সবাই করে প্রণাম ও ভক্তি,
না দেখা ভবিষ্যৎ ছেড়ে দিতেই হয় ইষ্টের নামে
নিজেকে সঁপে দিতে হয় ঐশ্বরিক কোন ধামে।            


ইষ্টকে সবাই কি আর খুঁজে পায় নিজের অন্তরে?
ধর্মভীরু সবাই যায় মসজিদ গীর্জা কিংবা মন্দিরে
তাই ইষ্টের ভজনায় কেউ ধর্ম নিরপেক্ষ হয় কি?
মানুক বা না মানুক সকলেই ধর্মের একান্ত সাক্ষী।


তবু সবাই এগিয়ে যদি ধর্মে ধর্মে মান্যতা করে
তবেই এই পৃথিবী উঠবে জেগে মানব কলস্বরে।