অনেকদিনের কথা
কারো মনে থাকে না।
ঘটনা ঘটে সম্পূর্ণ হয়ে গেলে
তার চিহ্ন পর্যন্ত মুছে দিয়ে যায়
কালের প্রবাহ।


আজ যদি  ঘটে যায় এমন ঘটনা ,
তার জন্য চলমান জীবনের বিচ্যুতি ঘটে না বিন্দুমাত্র ;
তাই নিয়ে দু-চার জন চর্চা করে
তারপর থেমে যায়
পায় অন্য মাত্রা;
তাও হয়ে যাবে অনেকদিন আগের ঘটনা ।
ইতিহাস শুধু তারই দু-চার টুকরো লিখে রাখে ।


আমার মত অলস কোন ভাবুক
উঠোনে গালে হাত দিয়ে বসবে
কপাল তুলে আ ! হা ! করেই
জীবনের খোঁজে বেরিয়ে পড়বে
জীবন যুদ্ধে।


     -০-০-০-০-
     ২।৭।২০১৩