আর থেকো না ঘুমিয়ে সব
এবার চোখটি খোলো
জানলা দিয়ে ভোরের আলো
ওই যে ডাকতে এলো।


পূব আকাশে সূর্য সোনা
ছড়ায় মিষ্টি আলো
শিশির ভেজা সবুজ পাতা
ঘুচায় রাতের কালো।


করছে পাখি কিচিরমিচির
নাচছে গাছের ডালে
ফুলেরা সব রঙের দোলা
দিচ্ছে তারই তালে।


ঘাসের আগায় শিশির ঝরে
বাতাস খেলা করে
প্রজাপতি রঙবেরঙের
ডানা মেলে ধরে।


একটু পরে এমন শোভা
চলে যাবে দূরে
আর থেকো না ঘুমিয়ে সব
জাগো ভোরাই সুরে।