চাঁদটা কেন বাড়ে কমে
              সূয্যি কেন ওঠে
এত বড় আকাশ জুড়ে
               মেঘ কেন ছোটে।
জোয়ার ভাটা কেন হয়
               কেন আসে ঝড়
বৃষ্টির সাথে কেন পড়ে
               বাজ কড় কড়।
বরফ কেন জলে ভাসে
               শিশির কেন পড়ে
গাছের পাতা সবুজ কেন
               বাতাসে নড়ে চড়ে।
এসব আমি ভালই জানি
               শিখেছি বই পড়ে
তোমরা তাই বই পড়বে
              খুশিতে প্রাণ ভরে।