আমার বাবা কখনও সমুদ্রে যায় নি
ঢেউ দেখে নি
আমার মা কখনও পাহাড়ে যায় নি
তুষার দেখে নি
আমি দু তিন বার সমুদ্রে গিয়েছি
ঢেউ দেখেছি
সপরিবারে পাহাড়ের চূড়ায় গিয়েছি
তুষার দেখেছি।


আমার বাবা সমতলে মাটি চষত
ফসল চিনত
আমার মা দোচালা ঘরে আঁকড়ে থাকত
আমাদের চিনত
আমি এখন সমতলে আছি রোজ ঢেউ আসে
মাটিতে আছড়ে পড়ি
আমার বুকে মাঝে মাঝে তুষার জমে
আমি ঠাণ্ডা লড়াইয়ে জড়িয়ে পড়ি।