যে মেয়েটা যাচ্ছে হেঁটে প্রখর বুদ্ধি ধরে
ওই মেয়েটাই রান্না করে তোমার আমার ঘরে,
গুছিয়ে সব সাজিয়ে ঘর পরিপাটি রাখে
সবখানে ওর মায়া আছে জীবন চলার ফাঁকে।


ভোরের বেলা ঘুমের থেকে ওঠে সবার আগে
সারাটা দিন ও চক্কর খায় হৃদয় অনুরাগে,
সন্ধ্যে ফেরা খুব জানে ও ক্লান্তি দিনের সাথে
ঘুম পাড়ানি জগৎটাতে ওই বিছানা পাতে।


ও কুড়িয়ে এনে বাড়িয়ে দেয় সুখ শান্তি ছায়া
সৃষ্টি আলোয় ওই এনে দেয় মিষ্টি মধুর মায়া।