মামা বাড়ি যাওয়ার পথে চৌরাস্তার মোড়ে
একটা লোক বসে বসে কিছু কাগজ জোড়ে
হা হা করে হেসে নিজেই দেখে সেই জোড়া
এই দেখো এই বিশ্ব, আমার হাতের তোড়া।


মামা শুনে সেই কথা হাসল আর এক চোট
চিন্তা কেন করিস ভাগ্নে আসছে আবার ভোট,
এরকম ভাঙাগড়া ওরা করবে জনসাধারণকে
তাতেই দেশ উঠবে সেজে মানুষের মোড়কে।