মৃত্যুর জন্য কেউ কি কিছু
করে আয়োজন?
যা কিছু সব সৃষ্টি কথার
কথোপকথন,
এই তো জীবন নিশ্চিত
শুধুই সাধারণ
ভাবনার ভাবে থাকা
একা অভাজন।


তাহলে তুই কে হে মৃত্যু?
অচিনের প্রস্থানে
তোমার জন্য কেউ নেই
এই প্রাণ পীঠস্থানে।
প্রতি মুহূর্ত এখানে বাঁচা
করে যায় কর্ম
এখানে এখন উৎসব মুখ
শান্তি সুখের মর্ম।