প্রতীক্ষার ভেদবিন্দুতে অস্তমিত সূর্য আছে
চাই বা না চাই সে ফিরে আসে নিজের কাছে
দিগন্তের লাল যে আভা পৃথিবীকে মাতিয়ে যায়
তাতে জীবন জাগে জীবনের মিলন মেলায়।


দিন রাতের পটবদল ক্ষণে আদি অনন্ত থাকে
তোমার আমার কথা ওইই তো লিখে রাখে।