দু চারটে গালাগাল কিংবা নোকঝোঁক
কাজের জন্য পাবলিক যত করে রোক
আমিও ঠিক ততটাই নিয়ম মানা চালে
চেষ্টা করি বাঁচিয়ে রাখা প্রতিবর্ত ঢালে।


আইনের বুড়ো আঙুল, আঙুল তুলে রাখে
না গুলোকে সে হ্যাঁ করায় কাজের ফাঁকে
হ্যাঁ গুলো সব নিশ্চিত বন্দি হাতের মুঠো
আমার কাজে আমি তাই এক্কেবারে ঠুঁটো।


যুক্তি সব বুজে যায় না জানা মানুষেরা
সহজেই মেনে নেয় সেই সব অবুঝেরা
মারপ্যাঁচ অন্ধকারে থাকে নিয়ম মালা
ক'জন আর জানে কাজের কি ছলাকলা।


কিন্ত দূরে চুপ করে দেখে ন্যায়ের কল
সেখানে আমিও শিশু আছে অসীম বল
তার ভয়ে কাজ আমার ফাঁকি সাবধানী
তাই আমি নিজেকে ভাবি জীবন সন্ধানী।