একটু একটু করে আমি সরে যাই
তোমাদের সরিয়ে দিয়ে
একা যাপনের বড়াই করে যাই।


আমার বড় হওয়ার গন্ধ পেয়ে
বাবা মা আড়ালে থেকেছে
হারিয়ে যাওয়া নেশা থেকে
দৃষ্টির আক্ষেপে
অনেকবার আমাকে সাবধান করেছে,


আমি আমার বড় হওয়া চ্যালেঞ্জ করে
যা পেয়েছি
তা নিজের মত হয় নি
তাই আবার বড়দের না চাওয়া
সৎ সাবলীল সহজ আচরণের বাইরে
আঁকছি যাপনচিত্র;
আর একটু একটু করে সরে আসছি
দ্বিধা দ্বন্দ্বের অনেকদূরে।


বড় হওয়া
শিরদাঁড়া বরাবর দাঁড়াতে শেখা
আলোর পথে দৃষ্টি রাখা
অত সোজা না,
আজও বুঝি না সে সব গূঢ়
আর আমি ও আমরা সব হয়ে যাচ্ছি
রূঢ়
জীবনের বাইরে জীবন চরাচর।