পিছিয়ে পড়া শিখে গেছি অনেকদিন
তাই তোমাকে ধরতে
আমার প্রাণ ওষ্ঠাগত;
তুমি জানতে সেই বিকেল হয়ে আসা দিনগুলি
হলুদ পাতার রঙ।


কাছাকাছি অবস্থানেও
বুকের ভেতর এমন অস্পৃহ যাতায়াত
রূঢ় অবয়ব
ভাবতে ভাবতে পিছিয়ে পড়ছি
এ জীবনের এইটুকুতে।


তোমার সঙ্গত
আমার পরিচর্যায়
হাত ধরাধরি খেলছে,
পাশাপাশি ভুলে গেছি অনেকদিন
যেদিন আমার সকালে
আমাদের একই সূর্য ওঠে নি।