জন্ম হলে মৃত্যু হবে সত্য কথা ভাই
তাই তো আমি বাঁচতে থাকি সময় যত পাই,
আয়ু আমার বয়সে নয় কাজে অমর হোক
আমার কাজে আমাকে সব মনে রাখুক লোক।


সাধের দেহ পড়ে বরে থাকবে শুধু কাজ
দেহের খামতি কষ্ট মনে কেন পাচ্ছ লাজ,
স্বার্থ মগ্ন আপন স্বজন মায়া বুকে রয়
জীবন শেষে বুঝতে পারে কেউ তো কারো নয়।


পরের হিতে করলে কর্ম মনে রাখবে পর
চলে যাবে শরীর তবু হৃদয় বাঁধবে ঘর,
জীবনের এই ওঠা পড়া মানুষ হওয়া পণ
যত টুকু বাঁচতে পারি তাতেই করি রণ।


দাঙ্গা লড়াই অন্যায় ধ্বংস করে কি বা পাই
হানা দিলে মৃত্যু রাজা দেখি কিছু নাই,
ভোগের থালা রইবে পড়ে যদি ফুরায় দিন
বেঁচে থাকা মানুষ গর্বে আর রেখো না ঋণ।


জন্ম কথায় ভালোবাসা মৃত্যু ভাবনাহীন
মানুষ সত্য জীবন পূর্ণ বাঁচব যত দিন,
হাসব খেলব গড়ব জীবন আনব মহৎ দেশ
জন্ম হলেই মৃত্যু হবে, থাকবে অবশেষ।