যুযুধান টক্করের ভাষণ মূর্ছনা
আলগোছে অপসারি দম্ভের সূচনা,
চলমান মিছিলেই গণতন্ত্র রক্ষা
দেশকাল বাঁচাতেই জোট সর্বাপেক্ষা।
ইস্তাহার মোহময় অপরের দোষ
নেতৃত্ব সবাই চায় সেবা জন তোষ,
শ্লোগান ফেস্টুনে মোড়া, মুখ প্রচারিত
দেশের উন্নতি কার হাতে অবারিত?


নিরীহ জনতা আমি দিন আনি খাই
সবাই আমার ভালো কাছে যেন পাই;
এ বলে আমায় দেখ, ও বলে আমায়
আমি কাকে ঠিক করি কে বা বাদ যায়!
কি বা বুঝি? ভোট দিই আমি নিরুপায়;  
তোমরা যে কেউ জেতো, ভুলো না আমায়।