একুশে আইন রাষ্ট্র ফলায় মানুষের উপরে
সিস্টেম তার যাঁতা কল শুধুই শোষণ করে,
শৃঙ্খল ভাঙা একত্রিত মানুষ করে কলরব
অধিকার পেতে তাই যুগে যুগে হয় বিপ্লব।


ভোগ করে যায় ক্ষমতা মানুষকে ফেলনা
অত্যাচারের সীমা ছাড়ায় মানুষের বঞ্চনা,
অন্যাহ্য মানবিকতায় মানুষ করে কলরব
বাঁচার ন্যূনতম পেতে যুগে যুগে হয় বিপ্লব।


মানুষই মানুষকে সবচেয়ে বেশি মারে মরে
দেওয়ালে পিঠ রুখে দাঁড়ায় সম্মুখ সমরে
শিরদাঁড়াতে দাঁড়িয়েই মানুষ করে কলরব
রেনেসাঁস প্রতিষ্ঠায় যুগে যুগে হয় বিপ্লব।


ক্ষমতা ছাড়ার মহানতা মানুষের ধাতে নেই
তাই তার বোধপরিচয় হারিয়ে ফেলে খেই,
দম্ভের প্রাসাদ ভাঙতে মানুষ করে কলরব
সমানাধিকার পেতেই যুগে যুগে হয় বিপ্লব।