খুব কাছের হতে হলে
দরজা খুলতে হয়
বটফল কুড়াতে হয়
মাঝে মাঝে তেপান্তরের মাঠে
তোমার হদিশ পেতে হয়


দূরের রহস্যে
ছড়ানো থাকে কাশফুল
নোঙর না ফেলা নৌকো
বাঁধনহারা ঢেউ
আর গোলাপ বিছানো কাঁটার পথ


এ রকম কাছে দূরে
জীবন তোমার জন্য রঙ লাগিয়ে রাখে
হৃদয়ে লক্ষ মানিক জ্বলে
সংসার ছাড়িয়ে সীমান্ত বরাবর
দেশ দশের ভেতরে
ছড়িয়ে দেয় মাটি মাটি গন্ধ।


মানুষের সামনে মানুষ দাঁড়ায়
হারিয়ে যায় না পরান মাঝি
নদীর পাড় ভাঙে না
ভিটে মাটিতে কোন নিদানের ছায়া পড়ে না
সব দরজা খুলে কাছের হয়ে যায়
দূরের আত্মীক যোগ
প্রাণখোলা আকাশে খেলা করে।