অঙ্ক খাতার পৃষ্ঠা ছিঁড়ে
একটা নৌকা বানাই
বৃষ্টির পরে জমা জলে
সেই নৌকা ভাসাই,


হেলে দুলে নৌকা চলে
জলের এপার ওপার
এসব দেখে দাঁড়ায় এসে
ছোট্ট ভাইটি আমার।


আমরা দুজন হাততালি দিই
হাসতে থাকি জোরে
অমনি বাবা পেছন থেকে
দাঁড়ায় চুপটি করে।


হেসে বলেন আমি তবে
আরো একটা বানাই
শিশুবেলার দুষ্টুমি সব
চল না, তোদের শেখাই।


তাই না দেখে মা বেরিয়ে
খুব রেগে যায় তখন
তারপর বলে, চলো সবাই
আজকে খুঁজব জীবন।