কথা কানাকানি হয় লোক মুখে মুখে
মুখের আগল নেই বলছে সে সুখে,
সেই সব কানাকানি যারা কানে দিচ্ছে
গুজব কিংবা খবরে কথা টেনে নিচ্ছে;
হাওয়ায় মন রাঙা ক্ষণিক রতন
কথা ঘুরিয়ে কথায় ডাকে সাধারণ,
সামাজিক দায়ভার নষ্ট আইডিয়া
কাজ নেই বোধটুকু নিয়েছে মিডিয়া।


শেষ কথা বলে নাকি জনমত একি
পেছনে দাঁড়ানো নেতা কথা বলে দেখি!
সেই কথার আগুন নেভায় কথাতে
কারসাজি কথাবলা সাজানো মাথাতে।
কানাকানি কান জানে আর জানে কেউ
বাদবাকি আর নয় সবটুকু ফেউ।