রোজ অল্প অল্প জমে থাকা মেঘে
রূপকথার কিছু মন জানলা আকঁতে পারলে
সেই মেঘে বৃষ্টি হয়,
সে তখন মন খেয়ালের গঙ্গা যমুনা
বয়ে যায় আর বয়ে যায়।


বর্ষার রাত যখন আকাশে ফেরে
মাটির গন্ধে চিহ্নিত হয় অনেক জীবন
তখন মেঘেদের পাড়ায় পাড়ায়
রোজ উৎসব
অনন্তের চলমান সংক্ষিপ্ত।