যে বাড়িতে দুমুঠো খাবারের প্রতীক্ষায়
রাত নামল
যে বাড়িতে হিসেবী খাবারে কেটে যায়
পুরো রাত
আর যে বাড়িতে অঢেল খাবারে
শুরু হল সন্ধ্যের নাচ
তারা সব আমার বাড়ির ভেতরে বাইরে ও দরজায় দাঁড়িয়ে।


আর এই পৃথিবী এভাবে তার
নিজের গান নিজে গেয়ে চলে।


কচিৎ দু একটা বাদ দিলে
খিদেবিহীন পৃথিবীর কোন রাত নেই
পৃথিবী জানে,
বরং খিদের কালিমাতে ব্যবহৃত হয়
বীভৎস তীক্ষ্ণ রাত।


কোনো বেঁচে থাকা কখনই সম্পূর্ণ স্বচ্ছ নয়
প্রতিটি জন্ম তা জানে।
এই পৃথিবী এভাবেই তার নিজের গান
নিজে গেয়ে চলে।