কোন গাছ আলোর খোঁজ করে না
কোন ফুল অন্ধকারের মুখ হয় না
কোন মাটি লালন পালন ভোলে না
কোন ফসল দিনরাত দেখে ফলে না।


এরা জানে, এটাই মহাসৃষ্টির নিয়ম
বৈধ চর্চার যুগ বর্তিত প্রাণের সঞ্চয়
যা আসবেই তার জন্য বৃথা অপচয়
মানায় না অনন্তে এত জীবন পরাভয়।


শুধু মানুষের এত নাই নাই বিমুক্ততা
জেগে ওঠে আশা তীর্থে ভগ্ন এ ভিন্নতা
খোঁজে ফেরে নিজের দেখায় না দেখা
অনেকের মাঝে সে আজ একা, একা।