ক্ষুদ্র আমি অতি ক্ষুদ্র
ভালো করেই জানি
তুমিও নও বৃহৎ কিছু
করো না মন মানি।


কোনটা বা ন্যায় কোনটা অন্যায়
জানে বা কয় জনা
ক্ষমতায় সব মূর্তি ধরো
দেখাও আদেলপনা।


যা করেছি বেশ করেছি
ভাবতে তুমি পারো
এমন ইচ্ছে আমার শক্তি
নত জীবন আরো।


তোমার জীবন মঙ্গল হউক
আমিও চাই মনে
বৃহৎ ভেবে ক্ষতি কেন
করছো ক্ষুদ্র জনে?


পদে বসা ব্যবহারের
ফায়দা যত লোটো
আঁধার সরায় সকাল সূর্য
ঘুমের থেকে ওঠো।