ভালোবাসার বারান্দায়
খুঁটে খুঁটে খাওয়া পানকৌড়ি
শুধু মানুষ গোনে।


কতদিন ওদের ভাত নেই
পেটের মধ্যে চিঁহি ডাক শুনতে শুনতে
যে ভারতবর্ষ ঘুমিয়ে পড়ে
ক'জন আর চেনে সেইসব কারিগরদের।
নির্মাণ আসলে এক ডুব সাঁতারে
সীমান্তের ওপারে পৌঁছে যাওয়া সত্যিকারের নাবিক,
কখনও সে সব গল্প কেউ করে না


কেউ শুনতেও চায় না।
এ রকম আরো কত কি আমাদের বারান্দায়।


স্বপ্নের জলছবি আঁকে,
সংস্কারের ঘণ্টি বাজিয়ে মরণোত্তর হয়ে যায়।
আর আমি শুধু পথিকের পরিচ্ছদ।