রমজান মাসের রোজার শেষে
খুশির ঈদ যে আসে
ধনী গরীব রাজা উজীর
সবাই ভালো বাসে।


কুঁড়ে ঘরে রাজ প্রাসাদে
এক ফালি চাঁদ দেখে
সম্প্রীতি আর সৌহার্দ্যে
ঈদের কাব্য লেখে।


ফিরনি সেমাই খায় সকলে
নতুন পোশাক পরে
ঈদগাহে যায় নামাজ শেষে
কোলাকুলি করে।


ঈদের খুশি সবার ঘরে
আনন্দ সুখ আনে
পূর্ণ জীবন ভরে ওঠে
ঈদ পরবের দানে।