সবাই জানে ভূত নেই প্রেত নেই
খোক্ষস ধারে কাছে
ডাকিনী নেই যোগিনী নেই
কিন্তু মানুষ আছে।


বাঘের ভয়ে সিংহের গুহা
জঙ্গল ফাঁকা গাছে
পাকুড় তলায় প্রেতনীও নেই
কিন্তু মানুষ আছে।


প্রকৃতির রোষ হিংস্র পশু
যক্ষ কোথায় নাচে
রাত পাহারায় ভূতেরা নাই
কিন্তু মানুষ আছে।


তাবিজ কবজ মাদুলি সব
নজর লাগে পাছে
বিশ্বাসে তাই কোন জোর নাই
কিন্তু মানুষ আছে।


বন্ধু শত্রু ভালোবাসায়
হয়তো ভয়ে বাঁচে
প্রেমের পথিক হৃদয় আকাশ
তাই তো মানুষ আছে।