ছোটো ছোটো দু একজন কিংবা সাধারণ
চাইলেই আনতে পারবে কোন পরিবর্তন?
সঙ্গে যদি না থাকে তার কোন গোষ্ঠি বল
সে কি হতে পারবে ধ্বংস বা সৃষ্টির দল?


একাই তো দাঁড়িয়েছিল কষ্ট খিদের দাম
তাতে সায় দিয়েছে সকলে, হয়ে সর্বনাম;
তারপর আগ্রাসী এ বিশ্ব ভরলো রংমশালে
সাধারণ সেঁধিয়ে গেল রাজনীতির কঙ্কালে।


তবু অনেক একাই জ্বালিয়ে যায় দীপ শিখা
তোমাকে আমাকে বোঝায় সাধারণ সমীক্ষা,
সাথে তার সাথি হয় কিছু তো গোষ্ঠী সকল
বিরুদ্ধ ভাবনা তাই কখনও হয় না বিফল।


তাও ক্ষমতা ধরে রেখেছে সাধারণের টুঁটি
তবু মানুষে মানুষে তাই ক্ষমতার লুটোপুটি।