রেশন দোকানে দেখলাম চাল তেল চিনি নেই
জিজ্ঞেস করলাম - কবে পাব?
বলল - সরকার যবে দেবে।
হাসপাতালে গিয়ে দেখি ওষুধ নেই
জিজ্ঞেস করলাম - কবে পাব?
বলল- সরকার যবে দেবে।
রাস্তায় দেখা পঞ্চায়েত বাবুর সাথে
জিজ্ঞেস করলাম - কবে রাস্তা সারাই হবে, কবে কলে জল পাব?
বলল - সরকার যবে দেবে।
আরও কত কত সরকারি দপ্তরে পাবলিক ঘোরে;
আর জিজ্ঞেস করে - কবে পাব?
নিরন্তর উত্তর আসে - সরকার যবে দেবে।


তো একদিন সরকারের খোঁজে
রাস্তায় দপ্তরে অফিসে আদালতে সারা রাজ্যে
বেরিয়ে পড়ল পাবলিক।
দেখে দপ্তরে দপ্তরে ফাইলের বাসা
বাসা ঘিরে পাখিদের আড্ডাখানা
শীত গ্রীষ্ম বর্ষা শীতল শীতল ঠাণ্ডা হাওয়ার জলসা।


পাবলিক আবার জিজ্ঞেস করে - কবে পাব?
পাখিরা ডানা ঝাপটায়
উত্তর যে পায় সে বাড়ি ফিরে যায়।


বাকিরা পাবলিক হয়ে রয়ে যায়।