দেশের জন্য তুমি তোমাকে কতটা করেছো প্রয়োজনীয়
তোমার জীবনযাত্রা দেশের জন্য কতটাই বা করণীয়?
তোমার কর্মবৃত্তি কতটা শ্রীবৃদ্ধি না থাকলে কতটা ক্ষতি
এসব কখনো ভেবেছো জ্বালিয়ে তোমার জীবন জ্যোতি?
নাগরিকের যে কোন প্রফেশন দেশের মঙ্গল কামনায়
তাতে তোমার কর্মকুশলতা কতটা উজ্জ্বল সার্থকতায়?
তুমি না থাকলে দেশের জন্য টিকিয়ে রাখতে প্রফেশন
কখনও ভেবেছো ফাঁকি দেওয়া তোমার কর্মই আগুয়ান?
শিক্ষক যদি কিছু না পড়ায় ডাক্তার যদি রোগী না দেখে
ঝাড়ুদার যদি ঝাট না দেয় শৃঙ্খলা যদি কেউ না শেখে,
ছুতোর কামার কুমোর মুটেমজুর যদি ফাঁকি কাজ করে
ফাঁক থেকে যাবে ইমারতে ফাটল হবে সভ্যতার ঘরে।


তখন কর্মের হাল খুব বেহাল হবে আছে নাই হবে পদ
কখনও ভেবেছো তার জন্য তুমিই হবে দেশের আপদ?
কারো কোন কর্ম থাকল কি থাকল না কেন দেশ ভাববে
ছেলেমেয়ে কেন বেকার তাতে কাজের ফাঁকি কি জাগবে?
দেশ মানে তো তোমার গড়া তোমার কাজের মূল্যায়ন
তাকে তুমিই ফাঁকিবাজি করে কেন করছো আন্দোলন?


তাই ফোকটে পাব কিংবা নেব যায় যাক দেশ গোল্লায়
যতই ভাববে ততই আমরা একসাথে পড়ব গাড্ডায়,
এবার উঠে দাঁড়াও ঘোর অমানিশায় নিজেকেই বাঁচাও
তোমারই সৎ দেশের জন্য উজ্জ্বল অঙ্গীকার করে নাও।