কবিতা গল্প লিখে কিছু হয় না
মিছিলে হেঁটে কিছু হয় না
মোমবাতি জ্বেলে কিছু হয় না
এমন কি কলরবেও কিছু হয় না।
তবুও এগুলো হয় ঘটনার প্রেক্ষিতে
ঘটনাও ক্রমাগত দুর্ঘটনার নামে ঘটতে থাকে।


অনেক সুন্দর কাব্য ছলাকলা
গান হাসি ফুলের ঝর্ণা খিলিখিলি
তার মাঝে মানুষের নির্মমতা পেরিয়ে যায় মানুষই
আসিফার চিৎকার নির্ভয়ার আর্তনাদ
আরও কত সভ্যতার অসহনীয় মুখ
মানুষ চেনায় মানুষের কষাঘাতে।


তবে কি হবে আমার আমিকে চিনে
তোমাকে যদি চেনাতে না পারি
পৃথিবীর মনুষ্যবোধ?


তাহলে কি এবার থাক
আমার কলম বোধ?