কলঙ্ক শুধু তোমার নয় আমিও তার অংশীদার
মানুষ হয়ে জন্মেছি যে, আর করি না অহংকার।


কুপিয়ে মারা পুড়িয়ে মারা মানুষ মারা বাসনা
জেহাদ করা উল্লাসে তার এ কি নরক ঘোষনা,
মানুষকে সে ভাবে নি মানুষ ধর্ম বর্ণে চিহ্নিত
পিশাচ জীবন বেছে নিয়ে ঝরায় রক্ত ঘৃণিত।


হচ্ছে আবার আবার হচ্ছে মানুষ মারা মানুষ ফাঁদ
এই মানুষের জন্যই কি আকাশ ভরা সূর্য চাঁদ?
এমন যদি মানুষ হয় তবে লজ্জা রাখি কোথায়?
আমরা মানুষ, আমাদের জন্য পশুরা দিক হায়।