আমার বাবা মা আমাকে আলাদা করে
মানুষ হওয়ার কোন কথা বলত না
পড়াশুনা বিশেষ জানত না
তাই লেখাপড়ার ব্যাপারে মাথা গলাত না
দিন আনত দিন খেত
ভবিষ্যৎ নিয়ে তাই ভাবত না
থাকা খাওয়া শোয়া বসায়
কোন বাছবিচার ছিল না।


কিন্তু আমার মা আমার বাবা
কখনো কোন কাজে পিছ পা ছিল না।
কাজের আগ্রহে
প্রতিটি বর্তমানের হাসিমুখ
আমাকে মানুষ হওয়া বুঝিয়ে দিয়েছে।


আমি তাই মানুষ চিহ্ন নিয়ে
পৃথিবীর দ্বারে দ্বারে
আমার মায়ের আমার বাবার
ক্ষুদ্রতম জীবন প্রতিভূ,
বেঁচে আছি অনন্তে।