আচ্ছা, তুমি কখনও এঁটো বাসন মেজেছো
ঘর ঝাট দিয়েছো ঘর মুছেছো
কখনও মাঠে গিয়ে কাদা মেখে ধানচারা পুঁতেছো
তারপর ধরো গিয়ে জলসেচ
ধানকাটা ধান ঝাড়া?
কিংবা ধরো সকালের গোয়াল পরিস্কার করা
ড্রেন থেকে ময়লা তোলা পায়খানার জ্যাম ছাড়ানো
পুকুরে জাল ফেলে মাছ তোলা ছিপ ফেলা
এসব জীবনের কোন সময় কখনও করেছো?
নিদেন পক্ষে নিশ্চয়ই রান্না করতে পারো
কিংবা কাচাকুচি?


আমি মাথার কাজ করি
বুদ্ধির খেলা খেলি
আমি এসব করি না।


এসব তুমি কখনও কিছু করো নি
অথচ এদের কথা লিখে
এদের হয়ে কাজ করে
তুমি আদর্শ বিখ্যাত বিশিষ্ট
বিজ্ঞ বিশারদ
বুদ্ধিজীবী।


আমরা জানি
এ বিশ্ব ব্রহ্মাণ্ড শুধু গুণীদের কদর বোঝে
এবং কদর করে।